প্রতিদিন বাংলা খবর জানতে চোখ রাখুন । CB News 24

Tuesday, May 12, 2020

তিন লাখ টাকায় বিক্রি হলো সাকিবের আরেকটি ব্যাট ।

তিন লাখ টাকায় বিক্রি হলো সাকিবের দ্বিতীয় ব্যাট। যে ব্যাটে রয়েছে মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ সহ ১৫ টাইগার ক্রিকেটারের অটোগ্রাফ। ব্যাটের ভিত্তিমূল্য ৯৯ হাজার ৯৯৯ টাকা। বরাবরের মতো প্রাপ্ত অর্থ ব্যয় হবে অসহায় মানুষের সাহাযার্থ্যে।
এরআগে, নিলামে বিক্রি হয় ইংল্যান্ড বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের একমাত্র ব্যাট। যে ব্যাট দিয়ে দুই সেঞ্চুরি আর পাঁচ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার। ২০ লাখ টাকায় সাকিবের উইলোটি লুফে নেন যুক্তরাষ্ট্র প্রাবাসী এক বাংলাদেশী।

একই প্ল্যাটফর্মে বিক্রি হয় মোসাদ্দেক সৈকতের ব্যাট ও তাসকিনের স্মৃতি জড়ানো হ্যাটট্রিক করা বল।


No comments:

সততার পরাজয় নেই ?

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু ৯ মে থেকে ।

ডা. জাফরুল্লাহ জানালেনআগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা...