করোনার বিস্তার প্রতিনিয়ত যেন লাগামহীনভাবে বেড়েই চলেছে। কিছুতেই থামছে না এই ভাইরাসের আগ্রাসী তাণ্ডব। সারাদেশের মধ্যে থেকে সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা। এবার সেই ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ রাজস্ব সার্কেল এর এসিল্যান্ড (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আব্দুল্লাহ তিন্নি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে।
একই সঙ্গে তার স্বামী সাংবাদিক ইমরান আব্দুল্লাহও করোনা পজেটিভ হয়েছেন। তবে ইমরান আব্দুল্লাহকে কেরানীগঞ্জে আক্রান্তের তালিকায় রাখা হয়নি।
উপজেলা হেলথ কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, এসিল্যান্ড ছাড়াও কেরানীগঞ্জে আরও নতুন ১৯ জনের রিপোর্ট এদিন পজেটিভ এসেছে। এদের মধ্যে রয়েছেন র্যাব সদস্য ৪ জন, কেরানীগঞ্জ মডেল থানার ৪ পুলিশ, সাজেদা হাসপাতালের ৩ ষ্টাফ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী।
No comments:
Post a Comment