দেশে বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার প্রতিষেধক ও চিকিৎসা নিয়ে একযোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও।করোনা মহামারিতে আশার আলো দেখাচ্ছে বেক্সিমকো ফার্মার ইভেরা টুয়েলভ নামের ওষুধ। যার জেনেরিক নাম আইভারমেকটিন।১৭ মে ঢাকার দোহার থানার ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। ১৯ মে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে পাঠানো হয়। ১২ জনের মধ্যে ১১ জনকে বেক্সিমকোর উৎপাদিত ওষুধ 'ইভেরা টুয়েলভ' সাথে ডক্সিসাইক্লিন দেয়া হয়। পাঁচদিন পর করোনা পরীক্ষায় ১১ জনই নেগেটিভ হন। যাকে খাওয়ানো হয়নি তিনই এখনো পজেটিভ।কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকরা জানান, করোনা রোগীকে প্রতিদিন একটি ১২ মিলিগ্রাম আইভারমেকটিন ও একটি ১০০ মিলিগ্রাম ডক্সিসাইক্লিন ওষুধ খাওয়ানো হয়। এভাবে এখন পর্যন্ত ৭০০ রোগীর ওপর এ ওষুধ প্রয়োগ করে ৯৫ ভাগ সুফল মিলেছে।করোনা মহামারির মতো জরুরি অবস্থায় এসব ওষুধ ব্যবহারে নিরুসাহিত করছে না বিশেষজ্ঞদের। তবে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরো গবেষণার তাগিদ তাদের।
No comments:
Post a Comment