প্রতিদিন বাংলা খবর জানতে চোখ রাখুন । CB News 24

Monday, May 18, 2020

বাংলাদেশে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে ।

সোমবার রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের প্রধান দু'টি ফেরিঘাট পাটুরিয়া এবং শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
মহাসড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন নিয়েও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের পক্ষ থেকে এবার ঈদে এক জায়গা থেকে আরেক জায়গায় না যাওয়ার আহবান জানানো হয়েছিল।
কিন্তু গত কয়েকদিনে ফেরি ঘাটগুলোতে এবং সড়কে ঘরমুখো মানুষের ভিড়ের দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সরকার বলছে এখন থেকে এ ধরনের যাতায়াত কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা থেকে দক্ষিণের ২১টি জেলায় যাওয়ার অন্যতম ফেরিঘাট শিমুলিয়ায় মাইক্রোবাস এবং প্রাইভেট কার সহ ছোট ছোট যানবাহন নিয়ে শত শত মানুষের উপচেপড়া ভিড় ছিল সোমবার সকালে।
এই ঘাটে সীমিত পর্যায়ে এতদিন দু'টি ফেরি চলছিল। কিন্তু সোমবার সকালে ঘরমুখো মানুষের চাপ সামলাতে আরও ১২টি ফেরি চালানো হয়।
উপচেপড়া মানুষ নিয়ে ফেরি চলাচলের দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর দুপুরের পরে এই ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী মাইক্রোবাস ভাড়া করে শিমুলিয়া ফেরি ঘাট দিয়ে গ্রামের বাড়িতে যেতে চেয়েছিলেন। তাদের একজন মোছা: শিল্পী বলেছেন, "আমি গাবতলী থেকে আসছি। মাওয়ার ওপারে শিবচরে যাবো। আমি অসুস্থ। আমি গার্মেন্টসে চাকরি করি। এখন ছুটি পাইছি, তাই আমরা দশ পনেরো জন মাইক্রোবাস নিয়ে যাচ্ছি। ঈদের পর ফিরবো।কিন্তু ফেরি বন্ধ করে দিছে। আমরা এখানে আটকা পড়ছি।"
শিমুলিয়া ঘাট থেকে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ফেরি বন্ধ করে সেখানে আটকে পড়া মানুষকে আবার ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।
আরেকটি ফেরি ঘাট পাটুরিয়া- দৌলতদিয়াতেও সকালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। সেই ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় সকাল ১১টার দিকে।

No comments:

সততার পরাজয় নেই ?

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু ৯ মে থেকে ।

ডা. জাফরুল্লাহ জানালেনআগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা...